বন্ধু মানেই সোনার খনি,
দুঃখ-সুখে যিনি থাকেন ঘনিষ্ঠ শ্রবণি।
হাসির মাঝে ঝরে চোখের জল,
তবুও জেগে থাকে বন্ধুর দল।
একটি কথা, একটি হাসি,
বন্ধুত্বে মিশে যায় সব ভালোবাসি।
ভরসার স্পর্শ, নির্ভরতার হাত,
বন্ধু ছাড়া জীবন কেবল ফাঁপা পাত।
রাগ-অনুরাগ, অভিমানের ঢেউ,
বন্ধুত্ব থাকে তবুও হৃদয়ে বেউ।
বিশ্ব বন্ধু দিবসের আজকের এই দিনে,
বলছি প্রিয় বন্ধু-রহো পাশে বিনা চিনে