রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের অবস্থান তুলে ধরে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার দেওয়া বিবৃতিতে জানানো হয়, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত হামলার পর রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। আটক অভিযুক্ত ব্যক্তির পরিবারসহ তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, আজ থেকেই জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।
রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, হামলায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে ২২টি পরিবার বসবাস করত। অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতেই রয়েছেন, তবে ঘরবাড়ি ভাঙচুর হওয়ায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে স্বজনদের কাছে গেছেন।
তিনি আরও জানান, দোষীদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।