মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ম্যানহাটনের ব্যস্ততম বাণিজ্যিক ভবনে এক হৃদয়বিদারক বন্দুক হামলায় বাংলাদেশি অভিবাসী ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলামসহ পাঁচজন নিহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টার দিকে, পার্ক অ্যাভিনিউর ৩৪৫ নম্বর ঠিকানায় অবস্থিত একটি বহুতল ভবনে। ভবনটিতে বিশ্বখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন, নিরীক্ষা সংস্থা কেপিএমজি এবং ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) মতো গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় রয়েছে।

নিহত দিদারুল ইসলাম (৩৬) বাংলাদেশি বংশোদ্ভূত এবং ২০২১ সালের ডিসেম্বর থেকে এনওয়াইপিডির সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি দায়িত্বে না থাকলেও একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় পুলিশের ইউনিফর্ম পরে ভবনটিতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ২৭ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী শেইন তামুরার গুলিতে প্রাণ হারান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশ কমিশনার জেসিকা টিশ। মেয়র বলেন, “তিনি বাংলাদেশ থেকে আগত একজন সৎ, ধর্মভীরু অভিবাসী। যেভাবে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন, তিনিও তেমনই ছিলেন—সাহসী এবং নিবেদিত।”

জানা গেছে, নিহত দিদারুলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা এবং তাদের আরও দুই সন্তান রয়েছে।

হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ভবনে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারী ফ্লোর থেকে ফ্লোরে ঘুরে বেড়াচ্ছিল। পরবর্তীতে ভবনের ৩৩তম তলায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনার পেছনে মানসিক অসুস্থতার বিষয়টি প্রাথমিকভাবে উঠে আসলেও তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউইয়র্কের অভিবাসী সমাজে এই ঘটনা গভীর শোকের ছায়া ফেলেছে। দিদারুলের মৃত্যু শুধু একটি পরিবার নয়, একটি সম্প্রদায়ের বুক ভেঙে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102