বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে; জাতিসংঘের সতর্কবার্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (IPC)।

সাম্প্রতিক এক পর্যালোচনায় সংস্থাটি জানিয়েছে, “অসংখ্য প্রমাণে দেখা যাচ্ছে যে ব্যাপক অনাহার, অপুষ্টি এবং রোগে ক্ষুধাজনিত মৃত্যুর হার দ্রুত বাড়ছে।”

প্রতিবেদনে আরও বলা হয়, “সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল দুর্ভিক্ষের সীমায় পৌঁছেছে এবং গাজা সিটিতে মারাত্মক অপুষ্টি প্রকট আকার ধারণ করেছে।”

আইপিসি এমন একটি বৈশ্বিক উদ্যোগ, যা জাতিসংঘ, আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও বিভিন্ন সরকারের সমন্বয়ে দুর্ভিক্ষ এবং খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিরূপণে কাজ করে।

এর আগে ২০২৪ সালের মে মাসে, সংস্থাটি সতর্ক করেছিল যে গাজার প্রায় ২১ লাখ মানুষ “চরম খাদ্য নিরাপত্তাহীনতার” মুখে রয়েছে এবং তারা দুর্ভিক্ষের “গুরুতর ঝুঁকিতে” পড়েছে।

তবে এবারকার সতর্কতায় আইপিসি এখনো গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণার কথা বলছে না। বরং তারা বলছে, আরও বিশ্লেষণের মাধ্যমে দ্রুত বিষয়টি পর্যালোচনা করা হবে।

এমন অবস্থায় মানবাধিকারকর্মী ও সাহায্য সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি মানবিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102