দেশজুড়ে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন রোগী।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ডেঙ্গু বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে—১০৮ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪ জন, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯২৩ জনে। এর মধ্যে ১৮ হাজার ৫৮৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৮ জন।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড গড়ে। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত ও নগরায়নের অনিয়ম, পানি জমে থাকা এবং পরিচ্ছন্নতাহীনতা—সব মিলিয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সময়মতো সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ২০২৪ সালেও পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।