বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

সংসদে উচ্চ কক্ষ না থাকলে জুলাই সনদ প্রশ্নবিদ্ধ: নাহিদ ইসলাম

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

জাতীয় সংসদের উচ্চ কক্ষ ভোটের অনুপাতে হতে হবে, এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার জামালপুরে এ কথা বলেন তিনি। দেশব্যাপী দলটির চলমান কর্মসূচির অংশ হিসেবে সেখানে গিয়েছেন এনসিপির নেতা-কর্মীরা।

নাহিদ ইসলাম বলেন, “ উচ্চ কক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐকমত্য আসেনি।”

“সে বিষয়ে ঐকমত্য না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐকমত্য আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করবো” বলেন মি. ইসলাম।

এছাড়া সেখানে চব্বিশের জুলাইয়ে গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথেও দেখা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102