মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সন্ত্রাসবিরোধী লড়াইকে দেশের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, “সন্ত্রাসবাদ দমনে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের ভূমি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করবো।”

সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। প্রায় ৪০ মিনিটব্যাপী বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা, গণতন্ত্র এবং চলমান সংস্কার প্রক্রিয়া।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আশা করি, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা আরও সুদৃঢ় হবে।”

প্রধান উপদেষ্টা এ সময় জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করে যাওয়া কমিশনের অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, ‍কমিশনের নেতৃত্বে অধ্যাপক আলী রীয়াজ ও তার সহকর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

“আমি বিশ্বাস করি, কমিশন খুবই ভালো কাজ করছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল সংস্কার নিয়ে কার্যকর ঐক্যমত তৈরির পথে এগিয়ে যাচ্ছে,” বলেন প্রধান উপদেষ্টা।

বৈঠকটি ছিল দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বাস্তবমুখী করার একটি ইতিবাচক প্রয়াস, যেখানে সন্ত্রাস, গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা একসূত্রে গাঁথা হয়ে উঠে আসে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102