মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

দেশের তৃণমূলে খেলাধুলা ছড়িয়ে দিতে বিএনপির অঙ্গীকার: আমিনুল হক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে বিস্তৃত করতে চায় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।

সোমবার (২৮শে জুলাই) সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম খেলাধুলা। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”

পতিত স্বৈরাচার সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৭ বছরে আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি ক্রীড়াঙ্গনকে কোনো দলীয় স্বার্থে ব্যবহার করবে না।”

তিনি আরও বলেন, “আমরা দল-মত নির্বিশেষে একটি মানবিক ও সুস্থ সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, বিচারসহ সব সেক্টরে সংস্কার আনব এবং ক্রীড়াঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

অনুষ্ঠানে সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, জাহেদ পারভেজ চৌধুরী, নূরুল হুদা ভূঁইয়া নূরু, আবু হুরাইরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102