মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭২৪ মামলা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে একদিনেই ১,৭২৪টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পাশাপাশি, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২৬১টি গাড়ি ডাম্পিং এবং ১০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, রোববার (২৭শে জুলাই) রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে একযোগে এই অভিযান পরিচালিত হয়। যানবাহনের বৈধ কাগজপত্র, বেআইনি পার্কিং, হেলমেটবিহীন বাইক চালনা, ট্রাফিক সিগন্যাল অমান্যসহ নানা অভিযোগে মামলা দেওয়া হয়।

ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, নগরীর সড়কে যানজট নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এক কর্মকর্তা বলেন, “শৃঙ্খলার বাইরে যেকোনো গাড়ি বা চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর সহযোগিতাই ট্রাফিক ব্যবস্থাকে কার্যকর রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ডিএমপি সূত্রে আরও জানা যায়, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102