শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নেই: আমিনুল হক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

“চাঁদাবাজি করলে দলীয় পরিচয়ও রক্ষা করতে পারবে না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে, তাকেও ছাড় দেওয়া হবে না”—কঠোর ভাষায় এমন হুঁশিয়ারি দিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রবিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর-১০ হোপ মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ীদের উদ্দেশে আমিনুল হক বলেন, “আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে ভয় দেখায় বা চাঁদা দাবি করে, সরাসরি আমাদের জানান। আমরা কঠোর ব্যবস্থা নেব—দলীয় পরিচয় দেখে নয়, অপরাধ দেখে সিদ্ধান্ত নেব।”

তিনি আরও অভিযোগ করেন, “পতিত আওয়ামী লীগ থেকে আসা কিছু চক্র বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। এরা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। বিএনপি কোনো অপরাধীর আশ্রয়স্থল নয়, হবে না।”

সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “বর্তমান সরকারের অযোগ্যতা ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে। জনগণের ভোটে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, অর্থনৈতিক পুনর্গঠন ও পুনরুদ্ধারই হবে আমাদের প্রধান কাজ।”

এ সময় তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন, আমরা নির্বাচিত হলে আপনাদের জন্য নিরাপদ ও স্থায়ী মার্কেট নির্মাণ করব। ব্যবসার নিশ্চয়তা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

পরে বিকেলে একই ওয়ার্ডের মুকুল ফৌজ মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন আমিনুল হক।

দুটি সভায় সভাপতিত্ব করেন পল্লবী থানা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু ও যুবদল নেতা মো. জামাল হোসেন বাপ্পি।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মোকছেদুর রহমান আবির, যুবদল নেতা নূর সালাম, ছাত্রদলের সোহেল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102