মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

উত্তরা পাবলিক লাইব্রেরির সংবর্ধনা পেল ৬২ কৃতি শিক্ষার্থী

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

‘ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে হয়ে গেল উত্তরা পাবলিক লাইব্রেরি এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠান।

রবিবার (২৭শে জুলাই) উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ ক্লাব লি. এর অডিটোরিয়ামে মনোমুগ্ধকর এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

আয়োজনে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্কুল থেকে ২০২৫ সালে এসএসসি/সমমান পরীক্ষায় অংশ নিয়ে সফলতার সাথে উত্তীর্ণ মোট ৬২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ।

বিকেলে বাংলাদেশ ক্লাব লি. এর চেয়ারম্যান ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পদকপ্রাপ্ত বরেণ্য ব্যক্তিত্ব ও ধান গবেষণা ইনস্টিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনামুল হক।

আয়োজনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শুধু ভাল ফলাফল করলে চলবে না। সবার আগে আমাদেরকে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে। কেননা, নৈতিকতা না থাকলে মানুষের মধ্যে মনুষত্ব জন্ম নেয় না। আর মনুষত্বহীন ব্যক্তি আর পশুর মধ্যে কোন পার্থক্য থাকে না।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মা-বাবা এবং শিক্ষকদের সঙ্গে কখনো মিথ্যা বলবে না।

আয়োজনে বক্তারা আরো বলেন, তোমাদেরকে অবশ্যই ভাল মানুষ হতে হবে। ভাল ফলাফল যেমনি পড়াশুনায় শিক্ষার্থীদের এগিয়ে নেয়, ঠিক তেমনি ভাল মানুষ হতে পারলেই সমাজ এগিয়ে যাবে। যদি তা না হয়- তবে বিষয়টি এমন হবে যে ‘দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য’।

উত্তরা পাবলিক লাইব্রেরি আয়োজিত এবারের অনুষ্ঠানটিতে আলোচনা রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনওয়াজ দিলরুবা খান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী ও আর আর ফ্যাশন লি. এর চেয়ারম্যান এবিএমএ রাজ্জাক।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজনে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, মর্নিং গ্লোরি স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল লায়ন নিশাত পারভীন হক ও মেরিন অফিসার আব্দুল্লাহিল মারুফ।

এর আগে আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। বক্তব্যে তিনি বলেন, আমরা উত্তরা পাবলিক লাইব্রেরির মাধ্যমে আলোর শতদল গড়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনাদের সহযোগিতায় এই প্রচেষ্টাকে আরো বেগবান করতে চাই।

তিনি বলেন, বর্তমানে আমাদের লাইব্রেরিতে বিশ হাজার বই রয়েছে। আমরা এই সংখ্যাকে এক লক্ষতে নিয়ে যেতে চাই। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আয়োজনে মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতায় দোয়া করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102