রাজধানীর উত্তরার জসিম উদ্দিন ফুটওভার ব্রিজ সংলগ্ন সেক্টর-এ এলাকায় দুপুর ১টা ২০ মিনিটে এক দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মধ্যে। তবে ঘটনাটি প্রাণঘাতী হয়ে উঠতে পারত—কিন্তু বাসচালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাণে বেঁচে যান মোটরসাইকেল আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি আচমকা বাসের সামনে চলে এলে বাসচালক সামনের পিলারের দিকে গাড়ি ঘুরিয়ে দেন প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে পড়ে।
অবিশ্বাস্যভাবে মোটরসাইকেল আরোহী কোনো প্রকার আঘাত পাননি। তবে বাসচালক গুরুতর আহত হন এবং তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার সময় বাসটিতে থাকা যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উত্তরা এয়ারপোর্ট মেট্রোপলিটন থানার পুলিশ। তাঁরা উদ্ধার কাজ পরিচালনা করেন এবং বাসটি থানায় নিয়ে যাওয়া হয়।
এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দেয়, সড়কে প্রতিটি মুহূর্তে সচেতনতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চলা এবং সাবধানতার সঙ্গে গাড়ি চালানোই পারে বড় বিপদ এড়াতে।