রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাগছাস’র পাঁচ নেতা গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে তাদের স্থায়ীভাবে বহিষ্কারও করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে পুলিশ তাদের আটক করে। এ সময় তারা চাঁদা চাওয়ার বিষয়টি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, “ঘটনার একটি ভিডিও আমাদের হাতে রয়েছে, যা ১৭ জুলাইয়ের।”

আটককৃতরা হলেন:

  • ইব্রাহিম হোসেন মুন্না

  • মো. সাকাদাউন সিয়াম

  • সাদাব

  • আমিনুল ইসলাম

  • আব্দুর রাজ্জাক রিয়াদ

রোববার দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মুন্না, সদস্য সিয়াম ও সাদাবকে সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অন্যদিকে, গণতান্ত্রিক ছাত্র সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদাবাজিতে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় **কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)**কে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ১৭ জুলাই সকাল ১০টার দিকে গুলশানের একটি বাসার গেস্টরুমে দুই যুবককে টাকা গ্রহণ করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102