গাজায় অবরুদ্ধ জনগণের জন্য ইতালি থেকে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া ব্রিটিশ পতাকাবাহী জাহাজ হান্দালা দখল করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার রাতে আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ত্রাণ মিশনের আয়োজক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।
জাহাজে থাকা ফরাসি ইউরোপীয় সংসদ সদস্য এমা ফুরো জানান, ড্রোন নজরদারির পর ইসরায়েলি নৌসেনারা জাহাজে হানা দেয়। onboard ২১ জনের মধ্যে ছিলেন বিভিন্ন দেশের সংসদ সদস্য, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও আল–জাজিরার দুই সাংবাদিক। হামলায় ১১ জন আহত হন এবং ইসরায়েল জাহাজের সমস্ত ক্যামেরা বন্ধ করে আরোহীদের ‘অপহরণ’ করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
৪৭ কিলোমিটার দূরের আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে এফএফসি। দখলকৃত জাহাজে ছিল শিশু খাদ্য, ওষুধ, খাবার ও ডায়াপারসহ জীবন রক্ষাকারী ত্রাণসামগ্রী।
ইতোমধ্যে হামাস এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে ‘জলদস্যুতা’ বলে উল্লেখ করেছে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে। হামাস নেতানিয়াহু সরকারকে দায়ী করে বলেছে, “অবরোধ উঠিয়ে না নেওয়া পর্যন্ত ত্রাণ পাঠানো বন্ধ হবে না।”
এর আগেও ইসরায়েল গাজাগামী ত্রাণবাহী জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে। বিশেষ করে মে মাসে গ্রেটা থুনবার্গ-এর জাহাজে ড্রোন হামলার ঘটনা এবং ২০১০ সালের তুর্কি জাহাজে হামলার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।