শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

মাইলস্টোন স্মরণে উত্তরাস্থ বগুড়া সোসাইটির মানবিক উদ্যোগ

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার (২৫শে জুলাই) উত্তরার ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতি তথা উত্তরাস্থ বগুড়া সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দোয়া মাহফিল ও গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া নিষ্পাপ প্রাণের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোসাইটির পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মানবিকতা থেকে অনুপ্রাণিত হয়ে গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাস্থ বগুড়া সোসাইটির আহ্বায়ক ও বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ রহমান, যুগ্ম আহ্বায়ক এস. এম আনিফুল ইসলাম ও মোঃ মমিনুল ইসলাম, সদস্য সচিব সাজিদুল ইসলাম সজল, সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মমিন এবং Tajim Tex BD Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিলন কবির।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন, নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকেরা, যারা সকলেই এ দুর্ঘটনাকে জাতীয় বেদনাবোধের অংশ হিসেবে উল্লেখ করেন।

প্রধান আহ্বায়ক মোঃ নাহিদ রহমান বলেন, “আমরা সবসময় মানবতার পাশে থাকতে চাই। এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ সেই চেষ্টারই প্রতিফলন।”

উত্তরাস্থ বগুড়া সোসাইটির এই আয়োজন একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ নিহতদের জান্নাত নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102