দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ থেকে ২৪ জুলাই ২০২৫) সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারে বিনিয়োগকারীদের তীব্র আগ্রহ ও লেনদেন বৃদ্ধির ফলে মাত্র এক সপ্তাহেই শেয়ারদর বেড়েছে ৫২.৬৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণ থেকে জানা গেছে, আগের সপ্তাহে উত্তরা ফাইন্যান্সের শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহ শেষে তা দাঁড়ায় ১৭ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ, প্রতি শেয়ারে মূল্য বৃদ্ধি পেয়েছে ৬ টাকা, যা তুলনামূলকভাবে দেশের বাজারে একটি শক্তিশালী গেইন হিসেবেই বিবেচিত।
বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে নিম্নমুখী থাকা শেয়ারটির প্রতি সম্প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে শুরু করেছে। কোম্পানিটির মৌলিক ভিত্তি, লাভজনকতা কিংবা সম্ভাব্য করপোরেট ঘোষণা ঘিরেও বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দরবৃদ্ধিতে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেলেও, উত্তরা ফাইন্যান্স ছিল সবচেয়ে উল্লেখযোগ্য দামের উল্লম্ফনে থাকা কোম্পানি।