শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

বিমান দূর্ঘটনায় নিহত পরিবারের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে আজ (২৬শে জুলাই) সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন সংশ্লিষ্টদের সতর্ক করে বলেছেন, “বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

তিনি নিহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, জামায়াত একটি আদর্শবাদী ও মানবিক রাজনৈতিক সংগঠন, যা দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের পরিবারের সাথে সাক্ষাতের পর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত জরুরি সেবায় এম্বুলেন্স ও চিকিৎসকদের নিয়োজিত করেছে, আহতদের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ফ্রি চিকিৎসার জন্য ইসলামী ব্যাংক ও ইবনে সিনা হাসপাতালের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তিনি দুর্ঘটনার সুযোগ নিয়ে কিছু স্বৈরাচারী গোষ্ঠীর তাণ্ডবকে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং সরকারকে এসব ষড়যন্ত্র মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

সেলিম উদ্দিন বলেন, “রাজনীতিতে মত পার্থক্য থাকবেই, কিন্তু দেশ ও জাতির স্বার্থে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে সতর্ক করে সংশ্লিষ্টদের ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। পাশাপাশি বলেন, “একটি পক্ষ নিজেদের উচ্চাভিলাষ চরিতার্থের জন্য জাতিকে বিভক্ত করতে চেষ্টা করছে, যা জাতির বৃহত্তর স্বার্থে ক্ষতিকর।”

জামায়াত মহানগরী উত্তর থেকে এক প্রতিনিধিদল নিহতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। নেতৃবৃন্দ বলেন, দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য সকল রাজনৈতিক দলকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102