রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

সিরিয়ায় ভয়াবহ সহিংসতা, নিহতের সংখ্যা হাজার ছাড়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সশস্ত্র দ্রুজ গোষ্ঠী ও আরব বেদুইন উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ১,৩৮৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩৮৬ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

পার্সটুডে ও ইরনার খবরে বলা হয়, সংঘর্ষের মধ্যে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলে ২৩৮ জনকে খোলা ময়দানে মৃত্যুদণ্ড দেয়।

১৩ জুলাই শুরু হওয়া এই রক্তক্ষয়ী সহিংসতা নতুন মাত্রা পায় যখন এক দ্রুজ ব্যক্তিকে অপহরণ করে তার গাড়ি ছিনিয়ে নেয়া হয়। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

১৫ জুলাই সেনা ও নিরাপত্তা বাহিনী শহরে প্রবেশ করলেও, দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা আন্তর্জাতিক সমাজের কাছে হস্তক্ষেপের আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েল এ সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে সিরিয়ার সামরিক যানবহরের উপর হামলা চালিয়ে। ১৬ জুলাই ইসরায়েলি বিমান হামলায় দামেস্কের জেনারেল স্টাফ সদর দপ্তরসহ কৌশলগত স্থাপনায় বোমা বর্ষণ করা হয়।

এই অবস্থার প্রেক্ষিতে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সুইদা থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়।

এছাড়া কুনেইত্রা প্রদেশের মাজরা আবু মাজরা শহরে ইসরায়েলি সেনারা প্রবেশ করে কিছু সময় অবস্থান করে গোলান অঞ্চলের দিকে পিছু হটে।

মানবাধিকার সংস্থাগুলো দ্রুত একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে, যাতে দক্ষিণ সিরিয়ার এই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102