মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শুক্রবার (২৫শে জুলাই) উত্তরার ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতি তথা উত্তরাস্থ বগুড়া সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক দোয়া মাহফিল ও গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় অকালে ঝরে যাওয়া নিষ্পাপ প্রাণের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সোসাইটির পক্ষ থেকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মানবিকতা থেকে অনুপ্রাণিত হয়ে গরীব-দুঃখীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাস্থ বগুড়া সোসাইটির আহ্বায়ক ও বগুড়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাহিদ রহমান, যুগ্ম আহ্বায়ক এস. এম আনিফুল ইসলাম ও মোঃ মমিনুল ইসলাম, সদস্য সচিব সাজিদুল ইসলাম সজল, সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মমিন এবং Tajim Tex BD Ltd-এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মিলন কবির।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন, নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকেরা, যারা সকলেই এ দুর্ঘটনাকে জাতীয় বেদনাবোধের অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রধান আহ্বায়ক মোঃ নাহিদ রহমান বলেন, “আমরা সবসময় মানবতার পাশে থাকতে চাই। এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ সেই চেষ্টারই প্রতিফলন।”
উত্তরাস্থ বগুড়া সোসাইটির এই আয়োজন একটি মানবিক দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ নিহতদের জান্নাত নসিব করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন। আমিন।