শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের চুক্তি বাতিল, নিষ্ক্রিয় হতে পারে ৪টি কূপ দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন

প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে : মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
‘প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে’— বাংলা ভাষার ওপর চলমান ‘সন্ত্রাস’ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যে করেই হোক, মাতৃভাষাকে রক্ষা করতেই হবে।’

কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এ কথা বলেন মমতা। এ সময় ভাষা, সংস্কৃতি ও বাংলা চলচ্চিত্রের অবমাননার বিরুদ্ধে সরব হন তিনি।

বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে মমতা বলেন, ‘সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বাংলায় কথা বলেন। সংখ্যার বিচারে এটি বিশ্বের পঞ্চম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভাষা। অথচ সেই ভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে লড়তে হচ্ছে।

বাংলা ভাষা ও সংস্কৃতিকে ঘিরে বঞ্চনার রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ‘বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। এখান থেকেই জাতীয় সংগীত রচিত হয়েছে। বাংলা নবজাগরণের পথ দেখিয়েছে। এই বাংলার উন্নয়ন দেখে অনেকে আজ ভয় পাচ্ছেন। তাই বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে।
অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র ও গানের শিল্পীদের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, ‘সব ভাষার প্রতি শ্রদ্ধা থাক, কিন্তু বাংলায় যারা গান করেন, সিনেমা করেন, তাদের প্রাপ্য সম্মানটুকু দিন। বাংলা ভাষাকে ছোট করবেন না।’শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বাংলায় কথা বলার জন্য যদি বাংলার মানুষকে বাইরে গিয়ে গ্রেপ্তার হতে হয়, তাহলে এই লড়াই দিল্লিতে গড়াবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102