পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তারাপুর গ্রামে বর্তমানে দুটি মসজিদ রয়েছে। একটি পুরনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিত। কয়েক বছর আগে পুরনো মসজিদে নামাজ-পরবর্তী মিলাদ মাহফিলে কিয়াম করা নিয়ে একটি ঝামেলা বাধে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বলেন, ‘আমাদের এখানে ৩০ জনের মতো চিকিৎসা নিয়েছেন। আপাতত দুজন ভর্তি রয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া ও পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।’
বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান বলেন, ‘কিয়াম করা নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। আজ শুক্রবার সকালে মসজিদের বারান্দা তৈরির সময় এটি সংঘর্ষে রূপ নেয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।’