শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

ভারতে ক্লাস চলাকালীন স্কুলের ছাদ ধস, নিহত বেড়ে ৭

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ভারতের রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত শিশুর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। আরো দুই শিশু গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়ার জেলায় মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এ দুর্ঘটনা ঘটে।এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার সময় স্কুলে প্রায় ৬০ জন ছাত্রছাত্রী, শিক্ষক ও অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এই বিষয়ে আগেই একাধিক অভিযোগ জানানো হয়েছিল। স্কুলটি অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করে।রাজস্থানের শিক্ষাসচিব কৃষ্ণ কুনাল জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ঘটনায় ছয়জন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা সাতজন।নিহতরা সবাই ৮ থেকে ১১ বছর বয়সী শিশু।এই দুর্ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অবহেলা এবং জরাজীর্ণ অবকাঠামোর বিপজ্জনক বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজ্য সরকার বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102