শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলো মাহতাব

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থী মাহতাব রহমান (১৫) অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাহতাবের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শুরু থেকেই সে সংকটজনক অবস্থায় ছিল। তার মৃত্যুতে ঘটনাটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

মাহতাব রাজধানীর উত্তরার বাসিন্দা ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার চুলাশ ভূঁইয়া বাড়ির মিনহাজুর রহমান ভূঁইয়ার একমাত্র সন্তান। ইংলিশ ভার্সনে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত এই কিশোর স্বপ্ন দেখতো একদিন বড় হয়ে দেশের জন্য কিছু করবে।

স্মৃতি হাতড়ে মাহতাবের বাবা মিনহাজুর রহমান বলেন, “প্রতিদিন স্কুলে নিজে ওকে পৌঁছে দিতাম, আবার নিয়ে আসতাম। সোমবারও গিয়েছিলাম। কে জানতো, সেদিনই শেষ দেখা হবে ছেলের সঙ্গে।”

তিনি জানান, বিমান বিধ্বস্ত হয়ে আগুন ছড়িয়ে পড়ার সময় মাহতাব স্কুলের সামনের রাস্তায় ছিল। দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102