শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

এখনো নিখোঁজ ৫, মাইলস্টোন কর্তৃপক্ষের বিবৃতিতে

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

মাইলস্টোনে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় ৩ শিক্ষার্থী ও ২ অভিভাবকসহ মোট পাঁচ জনের খোঁজ এখনো মেলেনি বলে জানিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো হয় বার্তা জানানো হয়, সেদিনের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এখন পর্যন্ত মোট ২২ জনের মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ১৮ জনই প্রতিষ্ঠানটির স্কুল শাখার শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ২ জন অভিভাবক। তবে নিহতদের নাম পরিচয় জানায়নি স্কুল কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, মর্মান্তিক ওই বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হন ৫১ জন। এদের মধ্যে ৪০ জনই শিক্ষার্থী। বাকী ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বিবৃতিতে বলেন, আমরা আমাদের সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ। এই দুঃসময়ে যারা পাশে থেকেছেন, তাদের সবার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।

তিনি আরো জানান, আহত-নিহতদের তথ্য হালনাগাদের প্রক্রিয়া চলমান রয়েছে। গত ২২ জুলাই গঠিত তদন্ত কমিটি পুরো বিষয়টি তদারকি করছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই (সোমবার) দুপুর আনুমানিক ১টা ১২ মিনিটে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধ বিমান ‘এফ-৭ বিজিআই’ বিধ্বস্ত হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানটির হায়দার আলী ভবন পুড়ে যায় এবং মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102