গাজায় চলমান মানবিক সংকটের প্রতিবাদে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ভিগোর এক রেস্তোরাঁ মালিক ৮ জন ইসরায়েলি পর্যটককে রেস্তোরাঁ থেকে বের করে দিয়েছেন। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং স্পেনজুড়ে প্রশংসিত হয়েছে তার সাহসী অবস্থান।
ভিগোর ‘মিমাসা’ নামক ছোট্ট রেস্তোরাঁটির মালিক ওই পর্যটকদের উদ্দেশে সরাসরি বলেন, “তোমরা ফিলিস্তিনিদের হত্যা করছ, যাও গাজায় গিয়ে খাও! তোমরা মানুষ হত্যা করো, তারপর বেড়াতে আসো! এখান থেকে বেরিয়ে যাও!”—এই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটির পেছনে স্লোগান শোনা যায়: “ফিলিস্তিন মুক্ত হোক!” এবং “ইহুদিবাদ নিপাত যাক!”।
ইসরায়েলপন্থী কিছু গ্রুপ রেস্তোরাঁটির বিরুদ্ধে বয়কট ক্যাম্পেইন শুরু করলেও, বহু স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটক মালিকের অবস্থানের প্রশংসা করে সেখানে ভিড় জমিয়েছেন। কয়েক দিনের মধ্যেই রেস্তোরাঁটির বিক্রি বেড়ে যায় উল্লেখযোগ্য হারে।
রেস্তোরাঁ মালিক পরে সামাজিক মাধ্যমে এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ও কিছু ইহুদি গোষ্ঠী ঘটনাটিকে ‘বিদ্বেষমূলক আচরণ’ বলে আখ্যা দিলেও, বিশ্লেষকরা বলছেন—এটি ইউরোপজুড়ে ইসরায়েলের আগ্রাসনবিরোধী এক পরিবর্তিত জনমতের প্রতিফলন।
অফিসিয়ালভাবে এখনো স্পেন সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এ ঘটনা প্রমাণ করেছে—সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানও বিশ্ব রাজনীতির এক দৃঢ় মানবিক অবস্থান নিতে পারে।