বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

গাজায় অনাহারে ১০ মৃত্যু, হামলায় ১০০ নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ইসরায়েলি আগ্রাসণের মধ্যে দিয়ে অনাহারেও ঝরছে তাজা প্রাণ। তীব্র খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় কমপক্ষে আরও ১০ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অপুষ্টির কারণে মৃত্যুর সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে গত কয়েক সপ্তাহে। খবর আল জাজিরার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত অপুষ্টিতে মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২১ জন শিশু রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন ধরে তারা কোনো খাবার সরবরাহ করতে পারেনি।

এর সেভ দ্য চিলড্রেন ও মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়ের্সসহ (এমএসএফ) ১০০টিরও বেশি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে যে, ফিলিস্তিনিরা আশা ও হৃদয়ভঙ্গের ফাঁদে পড়েছে। সহযোগিতা ও যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করে তারা দেখছে ভয়াবহ পরিস্থিতি।

ইসরায়েল স্বীকার করেছে যে গাজায় সহায়তার পরিমাণ কমেছে। যদিও এর কর্মকর্তারা বলছেন, খাদ্য আছে, কিন্তু সংস্থাগুলো তা মানুষকে দিতে পারছে না।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102