রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে সাম্প্রতিক পেশাগত বিষয়াদি, জাতীয় নিরাপত্তা, ও প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষই সামরিক-অসামরিক সম্পর্কের উন্নয়ন ও ভবিষ্যৎ কৌশলগত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাংলাদেশ বিমানবাহিনীর চলমান আধুনিকীকরণ প্রকল্প, পাইলট ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ কার্যক্রম এবং আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করার বিষয় উঠে আসে। বৈঠকে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও বিমানবাহিনী প্রধান উভয়েই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।