শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

নতুনদের বাজিমাত, ৬ দিনে সাইয়ারা’র আয় কত

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বলিউডে জুটিটি নতুন , অথচ বক্স অফিসে তাণ্ডব! মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ এখন যেন এক নতুন সিনেমা ইতিহাস লিখছে। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় সিনেমাটি আয় করেছে ১৩৭ কোটি রুপি। সেই সঙ্গে প্রথমবার পর্দায় পা রাখা আহান পান্ডে ও অনীত পাড্ডা রাতারাতি হয়ে উঠেছেন বলিউডের আলোচিত মুখ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৬ দিনের মধ্যেই ১৩৭ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে সাইয়ারা। বলা হচ্ছে, নবাগতদের নিয়ে এত বড় ওপেনিং ভারতের ইতিহাসে আগে কখনো ঘটেনি। প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবি শুরু থেকেই তৈরি করেছিল আগ্রহ। তবে বক্স অফিসে এমন তুফান তুলবে, সেটা কেউই কল্পনা করেননি।

স্যাকনিল্কের রিপোর্ট বলছে, ‘সাইয়ারা’ সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক দিন বক্স অফিসে চমক দেখিয়ে চলেছে। প্রথম দিনে এটি আয় করে ২১.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে ২৬ কোটি রুপি এবং তৃতীয় দিনে সবচেয়ে বেশি ৩৫.৭৫ কোটি আয় করে।

এরপর চতুর্থ দিনে কিছুটা কমে আয় দাঁড়ায় ২৪ কোটি রুপিতে, কিন্তু পঞ্চম দিনে আবার বেড়ে হয় ২৫ কোটি রুপি। ষষ্ঠ দিনে, অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৪.৮৭ কোটি। সব মিলিয়ে ছয় দিনে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৩৭.১২ কোটি।

এদিকে শুধু বক্স অফিস নয়, হলের ভেতরেও দর্শকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে ‘সাইয়ারা’। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সিনেমা হলে দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে একেবারে কনসার্টের আমেজ তৈরি করেছেন। পর্দায় আহান পান্ডেকে দেখেই উল্লাসে ফেটে পড়ছেন অনেকে; চিৎকার, শিস, করতালিতে মুখর হয়ে উঠেছে প্রেক্ষাগৃহ।

অনেকে আবার বলছেন, ছবির আবেগময় এক প্রেম কাহিনি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে চোখে জল ধরে রাখা দায়। এক নেটিজেন লিখেছেন, ‘যখন ছবির সেই গানটা বাজতে শুরু করে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তো কেঁদেই ফেললাম। এ ধরনের প্রতিক্রিয়া তখনই হয়, যখন কোনো কনটেন্ট প্রত্যাশার চেয়েও ভালো হয়।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102