রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

সিঙ্গাপুর থেকে আজ রাতেই ডাক্তার ও নার্স ঢাকায় আসছেন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর অদূরে সাম্প্রতিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান জানিয়েছেন, আজ রাতেই সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ নার্সদের একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছাবে।

সোমবার রাতে এক জরুরি প্রেস ব্রিফিং-এ সায়েদুর রহমান বলেন,

“সিঙ্গাপুরের টিম ঢাকায় এসে আহতদের অবস্থা সরেজমিনে পর্যালোচনা করবেন। যদি তারা কাউকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেন, তবে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।”

সরকারি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত জটিল হওয়ায় উন্নত মেডিকেল পর্যালোচনা অপরিহার্য হয়ে পড়ে। চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতার উদ্যোগ সরকারের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।

সরকারের এই পদক্ষেপ জনমনে কিছুটা স্বস্তি এনেছে, বিশেষত যখন আহতদের মধ্যে কেউ কেউ লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, আহতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এরই মধ্যে ঢাকার একটি সামরিক হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102