রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

শেষবিদায়ও মর্মান্তিক, তানভীরের মরদেহবাহী ভ্যান পথেই উল্টে গেল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়ি নেওয়ার পথে ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। পরে অন্য গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই সাইফুল আহত হন।

নিহত শিক্ষার্থী তানভীর হোসেন (১৪) মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাদ গ্রামের রুবেল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তানভীর হোসেন নিহত হয়। তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। রাত ২টার দিকে লাশবাহী ফ্রিজার গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

নিহত তানভীরের চাচা ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার শিকার হওয়ার পর অন্য গাড়িতে করে তানভীরের মরদেহ নিয়ে আসা হয়। ভোর ৪টায় তানভীরের মরদেহ বাড়িতে পৌঁছায়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102