বিমান বিধ্বস্ত এলাকায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা করেছে। দলটির আমীর ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দেশের চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে বণ্টন হলো — কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন (নিহত নেই), জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৬ জন (নিহত ১০), ঢাকা মেডিকেল কলেজে ৩ জন (নিহত ১), ঢাকা সিএমএইচে ২৮ জন (নিহত ১৬), উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে ১৩ জন (নিহত ২), উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন (নিহত ১) এবং অন্যান্য হাসপাতালে ক্ষুদ্রসংখ্যক আহত ও নিহত রয়েছেন।
ঘটনার শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসন ও জনসাধারণ মানবতার নামে একত্রিত হয়ে দ্রুত আরোগ্যের প্রত্যাশায় রয়েছে।