আগামী ২৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি সমাবেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে ড. আবরার বলেন, “বর্তমান বাস্তবতা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় রেখে ২৪ তারিখের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান নিশ্চিত করেন, সকালে স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—পরীক্ষার রুটিন পুনর্বিন্যাস, পরিবহন নিরাপত্তা, প্রশ্নফাঁস প্রতিরোধ, টিউশন ফি পুনর্নির্ধারণ, মানসিক সহায়তা ইউনিট স্থাপন এবং শিক্ষক নির্যাতনের বিচার নিশ্চিত করা।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “মাইলস্টোন শিক্ষার্থীদের দাবিসমূহ গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে এবং প্রত্যেকটিকেই যৌক্তিক ও বাস্তবসম্মত মনে করছে সরকার।”
সরকারি এই অবস্থান শিক্ষার্থীদের মধ্যে আশাবাদের সঞ্চার করেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর শিক্ষাক্ষেত্রে এমন স্পষ্ট ও দায়িত্বশীল প্রতিক্রিয়া আশাজাগানিয়া।
পরীক্ষা স্থগিত সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই জানাবে বলে নিশ্চিত করা হয়েছে।