শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের চাপ ও আন্দোলনের মুখে অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন বিষয়ক কমিটি সদস্য সচিব মাহফুজ আলম আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুপুর আড়াইটার দিকে সচিবালয়ের সামনে জড়ো হন। তারা প্রধান ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। উত্তেজিত শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনে সড়ক সম্পূর্ণরূপে যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকে, যা শহরের যানজটে বড় ধরনের প্রভাব ফেলে।
শিক্ষার্থীদের এই বিক্ষোভ মূলত শিক্ষা ব্যবস্থায় নানা ত্রুটি, শিক্ষাসচিবের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের পদত্যাগের দাবিতে সংগঠিত হয়। আন্দোলনকারীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অপকর্ম এবং অবহেলার কারণে শিক্ষার মানহ্রাস ঘটছে, যা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতির কারণ।
সচিবালয়ের সামনে দীর্ঘসময় ধরে বিক্ষোভ চলার কারণে নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থীদের চাপে প্রশাসন বাধ্য হয় সিদ্দিক জোবায়েরকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিতে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি আরও স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে।