বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রবণতা নতুন নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক সংগঠন ‘জি-নাইন’-এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও বিএনপিকে নেতৃত্বশূন্য করতে নানামুখী প্রচেষ্টা চালানো হলেও দলটি তার শক্তি ও ঐক্য ধরে রেখেছে।
একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এবং তার আগের ১/১১ তত্ত্বাবধায়ক প্রশাসন বিএনপিকে দুর্বল করতে নানা কৌশল নিয়েছে—নেতৃত্বের ওপর আঘাত, দল ভাঙার চক্রান্ত, মামলা ও কারাবরণ। কিন্তু বিএনপি তা অতিক্রম করেছে। এ দলকে ধ্বংস করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।”
তিনি আরও বলেন, “গুম, খুন, হামলা এবং মিথ্যা মামলার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বিএনপি যে সাহসিকতার সঙ্গে রাজনীতি চালিয়ে গেছে, তা প্রমাণ করে—এ দল আজও গণ-আন্দোলনের প্রধান বাহন ও দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি।”
সরকারের সমালোচনা করে ডা. সায়ন্থ বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে গঠিত ফ্যাসিবাদী মাফিয়াতন্ত্র বারবার বিএনপিকে শেষ করতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি সময়ের সঙ্গে আরও সংগঠিত ও শক্তিশালী হয়েছে।”
তিনি মন্তব্য করেন, “বিএনপিকে টার্গেট করে কেউ কিছু করবে—এটা কেবল একটি দুঃস্বপ্ন।”