রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে চারটার দিকে দিয়াবাড়ি গোল চত্বরের সামনে উত্তরায় জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী আসাদুর রহমান আকাশ ও মুনতাসির মামুনের ওপর এই হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ইউনুসবিরোধী স্লোগান দেয়ায় আকাশ প্রতিবাদ জানায়। এ সময় গলায় আইডি কার্ড পরিহিত একদল দুর্বৃত্ত আকাশের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ফরিদুল ইসলাম জানান, এখানে আওয়ামী লীগের উস্কানিতে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আকাশের অবস্থা ভাল না।
বিকাল পাঁচটায় রিক্সায় করে আহত আকাশকে নিয়ে আসা হয় উত্তরা ১৩ নম্বর সেক্টরের লুবানা হাসপাতালে।
রাকিবুল জানায়, আকাশের অবস্থা ভাল না। বার বার কাঁপুনি দিচ্ছে। এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাচ্ছি আকাশকে।
হামলা আহত অপর শিক্ষার্থী মুনতাসির মামুন উত্তরা ১০ নম্বর সেক্টরের আইইউবিএটি শিক্ষার্থী বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়ে উত্তরার সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন আসাদুর রহমান আকাশ। এবার দিয়াবাড়িতে শিক্ষার্থীদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে গুরুতর মারধরের শিকার হন উত্তরা টাউন কলেজের এই শিক্ষার্থী