শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

উত্তরায় শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে চারটার দিকে দিয়াবাড়ি গোল চত্বরের সামনে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রাজু আহমেদ আসিফ, মুনতাসির মামুন ও জুলাইয়ে গুলিবিদ্ধের শিকার আসাদুর রহমান আকাশ ও অপর সহযোগী সাগর হাওলাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহতরা। এদের মধ্যে আসাদুর রহমান আকাশের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, সকালে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন ক্যাম্পাসের বিমান বিধ্বস্ত হওয়া ভবন পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখে একদল শিক্ষার্থী।

বিকাল ৪টা নাগাদ উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে ড. ইউনুসবিরোধী স্লোগান দেয় দুর্বৃত্তরা। এতে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী আসাদুর রহমান আকাশ প্রতিবাদ করলে আকাশে ওপর ১৫ থেকে ২০জন মিলে অতর্কিত হামলা চালায়। পরে বাধা দিতে গিয়ে অন্যরাও আহতরা হন।

প্রত্যক্ষদর্শী ফরিদুল ইসলাম জানান, এখানে আওয়ামী লীগের উস্কানিতে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। আকাশের অবস্থা ভাল না।

বিকাল পাঁচটায় রিক্সায় করে আহত আকাশকে নিয়ে আসা হয় উত্তরা ১৩ নম্বর সেক্টরের লুবানা হাসপাতালে।

রাকিবুল জানায়, আকাশের অবস্থা ভাল না। বার বার কাঁপুনি দিচ্ছে। এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাচ্ছি আকাশকে।

শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা প্রতিবাদ জানিয়ে উত্তরার এনসিপি নেতা মাশকুর রাতুল বলেন, মাইলস্টোনে ঘোলা পানিতে মাছ শিকারে উদগ্রীব রয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এই হামলা করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিজয় মিছিলে অংশ নিয়ে উত্তরার সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন আসাদুর রহমান আকাশ। এবার দিয়াবাড়িতে শিক্ষার্থীদের দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে গুরুতর মারধরের শিকার হন উত্তরা টাউন কলেজের এই শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102