আজ দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে বলে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।
সংঘর্ষের সময় শিক্ষা ও আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ প্রেস উইংয়ের একাধিক সদস্য দুই ঘণ্টারও বেশি সময় ধরে কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ ছিলেন। নিরাপত্তার স্বার্থে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।