টানা আড়াই ঘন্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর কঠোর নিরাপত্তায় মাইলস্টোন ক্যাম্পাস ছাড়লেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল ইসলাম। আজ (মঙ্গলবার) দুপুর সাড়ে তিনটায় প্রটোকল নিয়ে গাড়িতে ওঠেন তিনি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও এপিবিএন সদস্য উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে এগারটার পর দিয়াবাড়িতে ফাইটার বিমান দূর্ঘটনার ওই স্থলটি পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
এ সময় নিহতদের নাম-পরিচয় প্রকাশসহ ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।
এ ঘটনায় ক্যাম্পাসের ভেতরে নিরাপদে অবস্থান নেন আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্যরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের স্লোগান বাঁধা দিতে গেলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ শিক্ষার্থীসহ একাধিক পুলিশ সদস্য আহত হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দুপুর ৩টা ৩০ মিনিটে পুলিশ প্রটোকলে গাড়িতে ওঠেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শিক্ষার্থীরা জানায়, সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ দাবি-দাওয়ার মাঝে নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেপেলেরা ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
বর্তমানে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে ডিএমপি উত্তরা বিভাগ পুলিশের উপ-কমিশনার মো. মহিদুল ইসলামসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন