উত্তরার দিয়াবাড়ি এলাকায় ঘটে যাওয়া প্রশিক্ষণ দুর্ঘটনায় প্রাণ হারালো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ছামীম (১৩)। চিকিৎসক হওয়ার স্বপ্ন বুকে নিয়ে যিনি আজ আর নেই।
সোমবার (২১ জুলাই) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ চিকিৎসার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল্লাহ। মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে আনা হয় তার মরদেহ, যেখানে চোখের জল মিশিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে ডিএমখালী চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের মা জুলেখা বেগম বলেন, “দুর্ঘটনার পর থেকে ছেলেকে খুঁজে পাইনি, রাতে হাসপাতালে পেয়ে হৃদয় বিদারক হয়ে ওঠে। সে হাসপাতালে যাওয়ার আগে পানি চেয়েছিল, বলেছিল বিদেশে নিয়ে চিকিৎসা করাতে। এত দূরে কেন হাসপাতালে নিয়ে আসা হলো, বুঝি না। আমার ছেলের চিকিৎসক হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না। আমি মাত্র সেদিন ওর বাবাকে হারিয়েছি, এবার ছেলেও চলে গেলো।”
সাত মাস আগে প্রবাসে থাকা বাবা আবুল কালাম মারা যান। আব্দুল্লাহ দুই ভাই-বোনের মধ্যে ছোট। নিহতের পরিবার ও স্থানীয়রা যথাযথ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন, বিশেষ করে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ ঘনবসতিপূর্ণ এলাকায় কেন দেওয়া হচ্ছিল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।