রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

জাতীয় বার্ন ইউনিটে মাইলস্টোনের যেসব শিক্ষার্থী ভর্তি

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত বহু সংখ্যক হতাহতকে উদ্ধার করে উত্তরাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তবে ২৮ জনের নাম নাম পরিচয় প্রকাশ জানিয়েছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম।

জাতীয় বার্ন ইনস্টিউটে ভর্তি দগ্ধ শিক্ষার্থীরা হলেন- শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।

রাতে সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে ওসি মনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত এসব রোগীদের অন্য কোথাও না খুঁজে সরাসরি ঢাকা মেডিকেল কলেজের পাশের বার্ন ইনস্টিউটে চলে যান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102