শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও বিমানসেনাসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে।

বিমান বিধ্বস্তের মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি এক শোকবার্তায় বলেন,

“এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।”

তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সংশ্লিষ্ট হাসপাতাল ও উদ্ধারকাজ পরিচালনাকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন,

“সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এলাকাজুড়ে বিপুলসংখ্যক জনতার ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই দুর্ঘটনা জাতির হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

উল্লেখ্য, আজ (সোমবার) দুপুর ১টা ১৬ মিনিটে উত্তরার উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের পেছনে অবস্থিত মাইলস্টোন কলেজ ভবনের ক্যান্টিনের ওপর বিমানটি আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102