ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ-২ এর মাঠের একাংশ দখল করে ফুড কোর্ট নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, নিকুঞ্জ কল্যাণ সমিতির সমাজ কল্যাণ নিযুক্ত অনির্বাচিত প্রশাসক মোহাম্মদ ইনসানের নেতৃত্বে হাতেগোনা কিছু প্রভাবশালী মুরব্বি ও রাজনৈতিক সুবিধাভোগীদের যোগসাজশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে—যা হাজারো বাসিন্দার মতামতের সম্পূর্ণ পরিপন্থী।
সমিতির পক্ষ থেকে মাঠের উত্তরাংশে ফুটপাতের ভাসমান হকারদের জন্য অবৈধভাবে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর ভাষ্য, অতীতে কোনো সরকার এই মাঠ দখলের সাহস দেখায়নি, অথচ এখন ‘বন্দোবস্ত’ নামে ইতোমধ্যে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুখেলাধুলা ও সামাজিক ব্যবহারের জন্য নির্ধারিত মাঠে বর্তমানে নতুন করে ৩০ জন হকারের বসার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে পরিবেশের মারাত্মক অবনতি ঘটেছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, এই দখলদারিত্ব ভবিষ্যতে চাঁদাবাজি ও রাজনৈতিক দখলের স্থায়ী রূপ নিতে পারে। এলাকাবাসীর ভাষায়, “আজকের এই দখল ভবিষ্যৎ প্রজন্মের হক ছিনিয়ে নেওয়ার সূচনা।”
সচেতন বাসিন্দারা দীর্ঘদিন ধরে মাঠে বাণিজ্যিক ব্যবহার ও বিয়ের অনুষ্ঠানের বিরোধিতা করে এলেও, কল্যাণ সমিতি তা অব্যাহত রেখেছে। এবার পুরো মাঠ গ্রাসের চেষ্টায় ক্ষুব্ধ বাসিন্দারা মাঠ রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।