রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

উত্তরায় ‘ভুতের আড্ডায়’ সাংবাদিকদের ফল উৎসব

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তরায় কর্মরত পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে এক আনন্দঘন ও ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ছিলেন দৈনিক ইনকিলাবের রিপোর্টার মোঃ মাসুদ পারভেজ, যার সঙ্গে ছিলেন চ্যানেল এস-এর রিপোর্টার কে আর খান মুরাদ।

উত্তরার জনপ্রিয় ভেন্যু “ভূতের আড্ডা” প্রাঙ্গণজুড়ে ছিল দেশি-বিদেশি নানা জাতের রসালো ফলের পসরা। মুখরিত এই আয়োজনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যোগ দেন। আম, কাঁঠাল, লিচু, আনারস, লটকন, তরমুজসহ বিভিন্ন সুস্বাদু ফল উপভোগের পাশাপাশি জমে ওঠে প্রাণবন্ত আড্ডা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই জানান, কর্মব্যস্ত জীবনের বাইরে এমন আয়োজন শুধু মন ভালো করা নয়, বরং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন দৃঢ় করতে সহায়ক। আয়োজক মাসুদ পারভেজ বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা।” মুরাদ খান জানান, “গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ, তাদের ঐক্য ও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিক মনির হোসেন জীবনের চিকিৎসার জন্য আয়োজকের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি করে।

এই ব্যতিক্রমী ফল উৎসব শুধুমাত্র একটি আনন্দ আয়োজন নয়, বরং উত্তরার সাংবাদিকদের জন্য এক মিলনমেলা ও ভ্রাতৃত্বের নতুন দিগন্ত বলেই অভিমত সকলের।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102