১৮ জুলাই ২০২৫, শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হয় “গণঅভ্যুত্থান ২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে” শীর্ষক স্মরণসভা।
আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদরা শুধু শিক্ষার্থী ছিলেন না, ছিলেন গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতীক। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়।”
বিশেষ অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কোন দেশে বাস করছি আমরা, যেখানে ছাত্রদের হত্যা ও দাহ করা হয়! এই বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না।”
স্মরণসভায় উপস্থিত ছিলেন শহীদ পরিবার, আহত আন্দোলনকারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা শহীদদের যথাযথ স্বীকৃতি ও বিচার দাবিতে সরব হন।
আয়োজকদের মতে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মুখ সারিতে থেকে যে সাহসিকতা দেখিয়েছেন, তা ইতিহাসে অনন্য। এই স্মরণসভা শুধু শ্রদ্ধা নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের এক দৃপ্ত শপথ।