বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

তুরাগে শহীদ স্মরণে দোয়া, প্রতিযোগিতা ও কাওয়ালী সন্ধ্যা

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

তুরাগ থানার জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া মাহফিল, বিভিন্ন প্রতিযোগিতা ও কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়। ১৯ জুলাই ২০২৫, শনিবার বিকাল ৫টায় কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“জুলাইয়ের সকল ছাত্র জনতা, তুরাগ থানা”-র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত পরিবেশিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে কাওয়ালী পরিবেশন করে জনপ্রিয় সংগঠন মানজিল শিল্পী গোষ্ঠী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশকুর রাতুল, প্রধান সমন্বয়ক, এনসিপি মহানগর উত্তর।

আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, মুখ্য সংগঠক, জাতীয় যুবশক্তি (এনসিপি)। তিনি বলেন, “জনমানুষের সাথে সম্পৃক্ত হয়ে জনমানুষের চাহিদা বুঝুন—এটাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান। আমরা একটি নতুন সংবিধান চাই, কারণ শেখ হাসিনা বারবার সংবিধানের দোহাই দিয়ে আপনাদেরকে জঙ্গি বানিয়েছে। দাড়ি-টুপি মানেই যেন এখন মারার লাইসেন্স! তিনি জঙ্গি নাটক সাজিয়ে ‘জঙ্গি জঙ্গি’ বলে দেশকে অস্থিতিশীল করেছেন। আর এখন, যখন আমরা এক হতে চাইছি, তখন ফ্যাসিস্টদের দোসররা নতুন করে চক্রান্ত শুরু করেছে।”

অনুষ্ঠানটি ছিল স্মরণ, সংহতি এবং সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত একটি ব্যতিক্রমী সন্ধ্যা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102