বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৪৯ মামলা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই ২০২৫) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

দিনব্যাপী চালানো এ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে মোট ১,১৪৯টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ১৪৮টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ হ্রাসে এই অভিযান পরিচালিত হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে অবৈধ পার্কিং, লেন ভঙ্গ, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহনসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্রাফিক বিভাগ আরও জানিয়েছে, নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102