বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

গোপালগঞ্জে ১৪৪ ধারা বহাল, ৫ হাজারের বেশি আসামি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ২০ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষের পর প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো চলছে।

রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জে আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।

গোপালগঞ্জ থেকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নুতন শেখ বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত তিন দিন সেনাবাহিনী, র‍্যাব ও আইনশৃঙ্খলাবাহিনীর কড়া টহল থাকলেও রোববার থেকে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। শহরের কিছু পয়েন্টে পুলিশের টহল দেখা গেছে। তবে সেটি গত কয়েকদিনের মতো কড়াকড়ি নয়।

“ওষুধের দোকান, কাঁচাবাজারসহ জরুরি পণ্যের কিছু দোকানপাট ছাড়া বাজার ও শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা ছিল। সরকার ঘোষিত কারফিউ আজ রাত আটটা পর্যন্ত চলার কথা রয়েছে”, জানাচ্ছিলেন তিনি।

গত বুধবারের ওই ঘটনায় গোপালগঞ্জে চারটি হত্যা মামলাসহ এখন পর্যন্ত ৮টি মামলায় ৫ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলা গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত ৩২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এসব মামলায় গণগ্রেফতার হচ্ছে বলে সচিবালয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মি. চৌধুরীকে।

জবাবে তিনি বলেছেন, “গোপালগঞ্জে কোনো গণগ্রেপ্তার হচ্ছে না। সময় ও পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যায় করলে তাকে গ্রেফতার হতে হবে। কোন অবস্থায় দুষ্কৃতিকারী যেন ছাড়া না পায়। আর যে অপরাধ করে নাই সে যেন কোন অবস্থায়ই ধরা না পড়ে”।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102