দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন।
শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে—মোট ১৬১ জন।
এছাড়া ঢাকা মহানগরে ৬৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, চট্টগ্রামে ৩৮ জন, খুলনায় ৮ জন এবং ময়মনসিংহে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৮৯ জন। এদের মধ্যে মারা গেছেন ৬২ জন, যার মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২৯ জন নারী।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বৃষ্টিপাত ও এডিস মশার বিস্তারের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
তাই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস ও চিকিৎসা গ্রহণে বিলম্ব না করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর বারবার আহ্বান জানিয়ে আসছে।