বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: মুন্সীগঞ্জে নাহিদ ইসলাম

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

এনসিপি ‘মুজিববাদ ও ফ্যাসিবাদের’ বিরুদ্ধে তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে মুন্সীগঞ্জে এক পথসভায় অংশ নেয়। এই সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের পুনর্গঠনের পথে সামনে আরও একটি বড় লড়াই আসছে এবং সে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এই পথসভায় বক্তৃতা দিতে গিয়ে নাহিদ বলেন, “গোপালগঞ্জে হামলা হয়েছে, তবে আরও দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। হামলা-মামলা দিয়ে এনসিপিকে রোখা যাবে না।” তিনি দাবি করেন, মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দেশের নদী ভাঙন ও অবৈধ বালু দখলের বিরুদ্ধে এনসিপি কাজ করবে এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারও নিশ্চিত করবে।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। ফ্যাসিবাদ নির্মূল না হলে এ দেশ কখনোই স্বাধীন হবে না।” তিনি আরও বলেন, “যারা দেশের বাইরে বসে হত্যার পরিকল্পনা করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। হাসিনার বিচার করতে হবে, আমরা তার মৃত্যুদণ্ড দেখতে চাই।”

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সভায় বলেন, “বাংলাদেশকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সংস্কার কোনো দলের পক্ষে নয়, এটি দেশের পক্ষে।”

তিনি বলেন, “আমরা নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়তে চাই। নেতা বা দল কেউই ভুলের ঊর্ধ্বে নয়।”

হাসনাত আরও জানান, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের কর্মসূচি পালন করা হবে। এটি হবে এনসিপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা।

মুন্সীগঞ্জের এই পথসভা ছিল এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম, যা গোপালগঞ্জে তাদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং সরকারবিরোধী অবস্থানকে জোরদার করার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102