বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

বয়স নয়, রসায়নই মুখ্য—কারিনার বিপরীতে তরুণ নায়ক

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ৪৪ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেত্রী নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, যেখানে তার চরিত্র ও রোমান্স দুইই চমকে দেবে দর্শকদের।

সূত্র মতে, নতুন সিনেমাটিতে কারিনা হাজির হচ্ছেন এক অদ্ভুত ও রহস্যময় ভূতের চরিত্রে। শুধু তাই নয়, সিনেমার গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে এক ২০ বছর বয়সী তরুণ নায়কের সঙ্গে তার খোলামেলা ও অন্তরঙ্গ রোমান্স। বলিউডে বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও এমন জুটি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা এবং আগ্রহ।

সিনেমাটির গল্প লিখেছেন হুসেইন দলাল, যিনি এর আগে ‘ব্রহ্মাস্ত্র ১’-এর চিত্রনাট্য লিখে সাড়া ফেলেছিলেন। জানা গেছে, নতুন এই সিনেমায় রয়েছে থ্রিলার, ভৌতিক উপাদান ও আবেগময় রোমান্সের এক মিশ্র রূপ।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে ছবির নাম বা তরুণ নায়কের পরিচয় প্রকাশ করা হয়নি। তবুও বলিউড অঙ্গনে জোর গুঞ্জন, সিনেমাটি হতে যাচ্ছে কারিনার কেরিয়ারে এক নতুন ধারা সূচনার উপলক্ষ।

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয়জীবনে কারিনা কাপুর বিভিন্ন সময় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এবারও তার সাহসী চরিত্র ও রোমান্স ঘিরে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছে নতুন মাত্রায়।

সিনেমাটি মুক্তির আগে থেকেই চর্চায় থাকায়, আশা করা যাচ্ছে, মুক্তির পরেও এটি হবে আলোচিত এবং বক্স অফিসে সম্ভাবনাময় একটি প্রজেক্ট।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102